উৎসবের মেজাজে শহর কলকাতা । শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং । এই পাঁচটা দিন হোলনাইট ঠাকুর দেখেন অনেকেই । তবে, এই সময় বাস, অটো, ট্যাক্সি পেতে কম সমস্যা হয় না । ট্রেন চলাচলও নির্দিষ্ট সময়ের পর বন্ধ থাকে । কিন্তু , এবার যাত্রীদের সুবিধার্থে হাওড়া ডিভিশনে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল ।
রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি । সেখানে জানানো হয়েছে, ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাড়তি ট্রেন চলবে ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান লাইনে । কখন কোন ট্রেন চলবে, একনজরে দেখে নেওয়া যাক...
একজোড়া হাওড়া-বর্ধমান ট্রেন । রাত সাড়ে ১০টায় তা বর্ধমান থেকে ছাড়বে । হাওড়ায় ফিরে সেখান থেকে ১টা ১৫ মিনিটে ছাড়বে বর্ধমানের উদ্দেশে ।
একজোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল । হাওড়া থেকে রাত ১টা ৫০এ ছাড়বে । দশমী পর্যন্ত সব স্টেশনে থামবে ট্রেন
হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন । বর্ধমান থেকে রাত ৯.৪০এ ছাড়বে । হাওড়ায় পৌঁছনোর পর সেখান থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেবে ১২টা ৪৫ মিনিটে ।
একজোড়া হাওড়া-ব্যান্ডেল ইএমইউ স্পেশাল । ব্যান্ডেল থেকে রাত সাড়ে ১১টায় ছাড়বে । হাওড়া থেকে ফিরবে রাত ১ টার পর ।