শাস্ত্রমতে দুর্গার নাকি এবার ঘোটক অর্থাৎ ঘোড়ায় আগমন। কিন্তু কবিরাজবাগানে ব্যতিক্রম। দশভুজার সেখানে নৌকায় আগমন। যেমন তেমন নৌকো নয়, একেবারে হাউজবোটে।
৫৮ বছরে পড়া কবিরাজ বাগান সর্বজনীনের এ বছরের থিম কেরালার হাউজবোট। খোদ কলকাতায় যেন গড়ে উঠেছে এক টুকরো কেরালা। হাউজবোটের আদলে তৈরি মণ্ডপে রয়েছেন ছানা পোনা সমেত দুর্গা।
কবিরাজ বাগানের পুজো কমিটি অবশ্য প্রথম থেকেই সেভাবেই প্রচারও করেছিলেন পুজোর। কলকাতা জুড়েই বিজ্ঞাপন পড়েছিল 'কেরালায় চলুন হাউজবোটে উঠুন'।
Durga Puja 2023: মাদলের বোল আর দেবীর সাবেকিয়ানা রূপ, বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের নজর কাড়া মণ্ডপ
কেরালা বলে কথা, শরতের কাশ শিউলির বদলে যে মণ্ডপে সারি সারি নারকেল গাছ থাকবে, তাতে আর নতুন কী?