উমার বিদায়বেলায় অঘটন। দশমী পুজোর (Bijaya Dashami) আগেই দুর্গার গা থেকে চুরি হয়ে গেল গয়না। ঘটনাটি ঘটেছে কান্দির (Kandi) পার রসোড়া গ্রামের ঘোষ বাড়িতে। চুরির ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কান্দি থানার পুলিশ।
প্রায় ৯০০ বছরের প্রাচীন ঘোষ বাড়ির এই দুর্গা পুজো। রীতি অনুযায়ী, ভোর বেলা দশমী পুজোর আয়োজন করতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় তাঁরা দেখেন চুরি হয়ে গিয়েছে প্রতিমার গায়ের সোনার গয়না এবং রুপোর অস্ত্র। খবর দেওয়া হয় থানায়। ঘোষ বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - বিজয়া দশমীর দিনেই দুর্গা বধ করেন মহিষাসুরকে, জানুন দিনটির তাৎপর্য