আজ মহা ষষ্ঠী। আজ দেবীর বোধন। যদিও বাঙালির প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে মহালয়ার পর থেকেই। শুভক্ষণের শুরু থেকেই তিলোত্তমা থেকে শুরু করে জেলার একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখিয়েছে এডিটরজি বাংলা। একেক মণ্ডপ সেজে উঠেছে হরেক রকম থিমে।
দক্ষিণের ঋষভ শেট্টি পরিচালিত ছবি ‘কান্তারা’, দুর্দান্ত হিট হয়েছিল। এবার পুজো প্যান্ডেলেও কান্তারার আদল। কন্নড় লোক ঐতিহ্য এবং রীতিনীতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। ব্যবহার করা হয়েছে ছোট বড় নানা সাইজের মুখোশ, রঙ, আলো। প্যান্ডেলের ভিতরে আবহ সংগীত হিসেবে চলছে কান্তারার থিম মিউজিক।
Ritabhari Chakraborty: প্রান্তিক শিশুদের ভালোবাসায় ভরিয়ে পুজো শুরু করলেন ঋতাভরী
গিরিশ পার্কের কাছে , জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের এবারের চোখ ধাঁধানো থিমে প্রাচীন লোকগাথাকে ফুটিয়ে তোলা হয়েছে।