দীর্ঘ একবছর অপেক্ষার পর আরও একটা দুর্গাপুজো । উৎসবে মেতেছে বাংলা । দেখতে দেখতে কেটে যাবে পাঁচটা দিন । তারপর আরও একবছরের জন্য অপেক্ষা । দশমীর পর থেকেই শুরু হয়ে যাবে আগামী বছরের পুজো পরিকল্পনা । তবে, জানেন কি, আগামী বছর পুজো কবে পড়েছে ? ২০২৪-এর দুর্গাপুজোর নির্ঘন্ট দেখে নিন একনজরে ...
আগামী বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর । অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন । তাই, একটা ছুটি নষ্ট ।
পঞ্চমী - ৮ অক্টোবর, মঙ্গলবার
ষষ্ঠী- ৯ অক্টোবর, বুধবার
সপ্তমী - ১০ অক্টোবর, বৃহস্পতিবার
অষ্টমী - ১১ অক্টোবর, শুক্রবার
নবমী - ১২ অক্টোবর, শনিবার
দশমী- ১৩ অক্টোবর, রবিবার
দুর্গাপুজোর পর আসে লক্ষ্মীপুজো । এবছরের লক্ষ্মীপুজো পড়েছে ২৮ অক্টোবর । আর আগামী বছর লক্ষ্মী পুজো প্রথা মেনেই দশমীর পাঁচদিন পর অনুষ্ঠিত হবে । এরপর আসবে কালীপুজো, ভাইফোঁটা, উৎসব চলতেই থাকবে...আসলে কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ ।