পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাস্তায় বেরোলেই টের পাওয়া যাচ্ছে, ঢাকে কাঠি পড়েই গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্রচুয়ালি উদ্বোধন করেছেন কলকাতার ৮০০ টি পুজোর। এখন থেকেই রাস্তায় প্রবল জ্যাম। একটু যেতে না যেতেই দাঁড়াতে হচ্ছে সিগন্যালে। পুজোর সময় তাই যারা গাড়ি নিয়ে ঘুরবেন ভাবছেন, তাঁদের জেনে রাখা দরকার, পার্কিং নিয়ে বেশ করা পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ।
ইতিমধ্যেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ। একাধিক রুট করে দেওয়া হবে ওয়ানওয়ে। এইসময় যানচলাচল স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।
যদি সমাজসেবী ও বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে হয়, সেক্ষেত্রে ঢুকতে হবে শরৎ বোস রোডের বাঁদিক ধরে দেশপ্রিয় পার্কের দিকে এগোতে হবে। ভুলেও গাড়ি ঢোকানো যাবে না রাসবিহারী অ্যাভিনিউ এবং লেক ভিউ রোডে। এখানে পার্কিং-য়ের ও কোনও অপশন নেই। মতিলাল নেহেরু রোডের মধ্যে দিয়ে গিয়ে ম্যাডক্স স্কোয়ারের দিকে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে।