আনুষ্ঠানিক ভাবে পুজো আজ থেকে শুরু হলেও, তিলোত্তমবাসী কিন্তু উত্তেজনায় ফুটছে কার্যত মহালয়া থেকেই। তবে আজ মহা ষষ্ঠী। আজ পুজোর ডে ওয়ান, তাই আজ যে আগের দিনগুলোর থেকে স্বাভাবিকভাবেই ভিড় বাড়বে তা বলাই বাহুল্য। তাই সন্ধ্যার আগেই ট্রাফিক কন্ট্রোলে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশ।
সংখ্যায় বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের নামজাদা পুজো মণ্ডপ গুলির সামনে। এইদিন সরকারি বেসরকারি বেশ কিছু অফিস খোলা, গত কয়েকদিন ধরেই দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে গাড়ির গতি কমানো হয়েছে। নজর রাখা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এলাকা এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে।
Durga Puja 2023 Dainhat: দশমীতে ওড়ে নীলকণ্ঠ পাখি, ৯০ বছরে দাঁইহাটের কাঁসারী বাড়ির দুর্গাপুজো
যান চলাচল স্বাভাবিক রাখতে সিগন্যাল গুলিতে একটু বেগ পেতে হতে পারে। তাই হাতে সময় নিয়ে বেরোনোই ভাল। ওয়ানওয়ে রাস্তায় লম্বা জ্যামে একটু সময় খরচ হলেও গন্তব্যে পৌঁছতে যাতে অসুবিধা না হয় তার জন্য কোমর বাঁধছে কলকাতা পুলিশ।