আজ উমার বোধন। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু পুজো। পুজোর কদিন সেলেব থেকে সাধারণ মানুষ। সকলের পায়ের তলাতেই কার্যত সর্ষে। রাত জেগে ঠাকুর দেখা , স্ট্রিট ফুডে পেট ভরানো, আর নতুন জামা ছাড়া পুজোর প্ল্যান অসম্পূর্ন। অভিনেত্রী মধুমিতা সরকারও পুজোর আমেজে গা ভাসিয়েছেন।
একাধিক ঠাসা কর্মূসূচির মধ্যে দিয়েই পুজো কাটে তারকাদের। তাই বলে ঠাকুর দেখতে বেরিয়ে আইসক্রিম না খেলে কী আর চলে ! গোলাপি সিল্কের শাড়িতে মনের সুখে কাঠি আইসক্রিম খেতে খেতে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। সকলকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে, মধুমিতা জানালেন, ‘খাওয়াতো সবে শুরু’ ।
Durga Puja 2023 : 'একঝাঁক ইচ্ছে ডানা...' পাখিদের কলতানে মুখরিত অজেয় সংহতি-র মণ্ডপ
পুজোর কদিন ডায়েট আর এক্সারসাইজকে গুলি মেরে মধুমিতার প্ল্যান জোরদার খানা পিনা, মধুমিতার মতো আপনিও বুঝি পেট পুজোর প্ল্যান সেরে ফেলেছেন?