দেবী দুর্গার হাতে ভারতের মানচিত্র। তাঁর পাশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার মূর্তি!
কলকাতার কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এমনই পুজোর আয়োজন করেছেন৷ রবিবার তাঁর পুজো উদ্বোধন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুজো মণ্ডপের ভিতরে ডিজিটাল ইন্ডিয়া, বেটি বাঁচাও বেটি পড়াও-সহ কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ প্রকল্পের বিজ্ঞাপন রয়েছে। সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক ছবি।
২০২৪ সালেও আরও ৫ বছরের জন্য নরেন্দ্র মোদী তথা বিজেপির হাতেই দেশের শাসনভার তুলে দিচ্ছেন মা দুর্গা। এমনই থিম কাঁকুড়গাছির এই পুজোর। কিন্তু দেবীমূর্তির পাশে রাজনৈতিক নেতাদের মূর্তি তৈরি করা কি সমীচীন? তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
শুভেন্দু অবশ্য পুজো উদ্বোধনের পরে মণ্ডপে দাঁড়িয়েই বিঁধেছেন তৃণমূলকে৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি ক্ষমতা আছে, তাকে উৎখাত করতে চেয়েই ২০২১ সালে এই পুজো শুরু করেছিলেন অভিজিৎ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ ভাইয়ের স্মৃতি ধরে রাখতেই সীমিত সাধ্যে এই পুজো করছেন দাদা বিশ্বজিৎ।
বিতর্ক উড়িয়ে বিশ্বজিতের জবাব, "বিজেপি করার জন্যই আমার ভাইকে খুন করা হয়েছিল। তাই রাজনীতির বলি অভিজিতের পুজোয় রাজনীতি থাকবে না তা কী করে হয়!"