গত বছর থেকেই এই পুজো ছিল কার্যত অভিভাবকহীন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যতদিন নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর মূল উদ্যোক্তা ছিলেন, ততদিন এই পুজো ছিল শহরের জনপ্রিয়তম পুজোগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে। গত বছর পার্থ'র গ্রেফতারির পর চলতি বছরে এই পুজোর (Durga Puja 2023) ভার নেন রাজ্যের আরও এক মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বছর ৩৮-তম বর্ষে পদার্পণ করছে নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha)। এবারে তাদের থিম- 'হৃদয়পুর'। দেশভাগের পর বঙ্গের বিভিন্নপ্রান্তে গঠিত হওয়া কলোনি এবং সেই সব এলাকার মানুষদের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করবে এই পুজোটি।
আরও পড়ুন: ক্যাসিনোয় সপরিবারে মা দুর্গা ! উচ্চতায়, আলোর সাজে তাক লাগাচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো
উল্লেখ্য, প্রত্যেকবারই প্রথম ১০-এর মধ্যে থাকলেও পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘ গত বছর বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকাতেই ছিল না। মুখ্যমন্ত্রীও ওই পুজোর উদ্বোধন এড়িয়ে গিয়েছিলেন।