বিশ্বকাপে ভারত-বাংলাদেশ খেলা চলছে। কিন্তু পঞ্চমীর সন্ধ্যায় কলকাতায় কিন্তু ভিড় বাড়ছে। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভিড়ের নিরিখে প্রায় সমান সমান জায়গা দাঁড়িয়ে রয়েছে উত্তর ও দক্ষিণ।
উত্তরের হেভিওয়েট পুজো গুলির মধ্যে টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, কুমারটুলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫ থেকে ২০ মিনিট। প্রায় একই অবস্থা চেতলা অগ্রনী, সুরুচি সঙ্ঘতেও।
এদিকে ভিড়ের ঠেলায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীভূমির আলোর খেলা। গতবারও একই অভিযোগে অষ্টমীর দিন বন্ধ করা হয়েছিল লেজার শো। এবার পঞ্চমীর বিকেল থেকেই আলোর খেলা বন্ধ করা হয়েছে। কল্যাণীর প্রতিটি পুজো প্যান্ডেলের রাত বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে।
ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে নতুন রেকর্ডের পথে কলকাতা মেট্রো রেল। রেলের দেওয়া তথ্যে উঠে এসেছে, চতুর্থীর দিন তাদের যাত্রী সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত লক্ষ। এরমধ্যে রেকর্ড যাত্রী হয়েছিল দমদমে। শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভাবে পুজো।