পুজো পুজো পুজো, ব্যস শেষ। তাই সেলেব থেকে বাঙালিরা অষ্টমীর সন্ধেটা মিস করতে চাইছেন না। শেষ বেলায় মণ্ডপমুখী সকলেই। কলকাতার রাস্তায় আজ যেন পা রাখার জায়গা নেই। মহাষ্টমীর দিন হাজরা পার্ক দুর্গোৎসব কমিটিতে গিয়ে পুষ্পাঞ্জলি দেন বুম্বা দা।
কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজরা পার্কে অঞ্জলি দিলেন প্রসেনজিৎ। এবার হাজরা পার্কের থিম হল ‘তিন চাকার গল্প’, থিমের প্রশংসা করে প্রসেনজিৎ এও জানান যে হাজরার পুজো একদম তাঁর বাড়ির মতো। এদিন জামদানি সাদা পাঞ্জাবিতে অষ্টমীর সাজে সেজেছিলেন প্রসেনজিৎ।