আজ দশমী। প্রতিমার বিসর্জনের দিন। তবে, শুধু প্রতিমাই নয়, তার সঙ্গে এই দিনটিতে বিসর্জন দেওয়া হয় আমাদের চিরাচরিত ধ্যানধারণার বহু অন্ধকারকেও। সমস্ত ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির বিপরীতে দাঁড়িয়ে রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 'বিসর্জন' নাটকের প্রেক্ষাপট। সমস্ত নেতিবাচক ও অন্ধকার ধ্যানধারণার বিপরীতে দাঁড়িয়ে মানবপ্রেমই যে শেষমেশ উত্তরণের উপায় ও শান্তির নিয়ামক- সে কথা ছত্রে ছত্রে বলে যায় এই নাটকটি। রঘুপতি, গুণবতী, জয়সিংহ, গোবিন্দমাণিক্যের মতো চরিত্রদের এই কাহিনি বারবার কথা বলে গিয়েছে সমস্ত কুপ্রথার বিরুদ্ধে। সেইসব কুপ্রথাকে 'সংস্কার' বলে যাপন করার বিরুদ্ধে।
১৮৯০ সালে রচিত হয়েছিল রবীন্দ্রনাথের এই কাব্যনাটকটি। এক সময় রবীন্দ্রনাথ বৃদ্ধি রঘুপতির ভূমিকায় অভিনয় করতেন এই নাটকে। ১৯২৩ সালে যুবক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।