প্রতিপদেই কলকাতায় পা রেখেছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। তিনি তিলোত্তমায় আসা মাত্রই পুজোর আনন্দে মিশে গিয়েছে ফুটবলের উন্মাদনা। কলকাতায় সারাদিন বিভিন্ন কর্মসূচিতে যোগদানের পর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও নরেন্দ্রপুরের কয়েকটা পুজোও ঘুরে দেখলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। কলকাতার কর্মসূচি মিটিয়ে বিকেল নামতেই তারকা পৌঁছলেন সেখানে। তাঁকে দেখে বাধঁভাঙা উত্তেজনা জেলাতেও।
এদিন সকালে , প্রথমে রাজার হাটে Academy-এর উদ্বোধন এরপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে একের পর এক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল ফুটবল তারকার। মাঝে আহিরীটোলায় গেলেও গাড়ি থেকে নামতে পারেননি রোনাল্ডিনহো., বিশৃঙ্খলার কারণে তাঁকে নামানো যায়নি বলে খবর।