দুর্গোৎসব, এই যে এত জাঁকজমক, এত আনন্দ,আয়োজন, এত প্রস্তুতি, সব ওই চারটে দিনের জন্য। চারদিন ফুরোলে আবার সেই একঘেয়ে বাঁচা, সেই আগের রোজনামচা, থোর বড়ি খাড়া। তাহলে ওই চারটে দিনের জন্য এমন আকুল ভাবে বাঁচা কেন? শুধু আবেগ? নাহ, দুর্গোৎসব বাংলার লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি। চারটে দিনের আয়োজনের সঙ্গে জুড়ে আছে বাংলার কয়েকশ বছরের অর্থনীতি। এই সত্যিটাই ফুটে উঠল সমাজ সেবী সংঘের পুজোয়।
Durga Puja-Kabirajbagan: হাউজবোটেই দুর্গা, কবিরাজ বাগানের এ বছরের থিম কেরালা
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সমাজসেবীর এ বছরের থিম 'দুর্গা সহায়'। একটা গোটা জাতির অর্থনীতির বিপুল অংশ শুধু শারদীয়াকে ঘিরে। দুর্গা পুজোর আয়োজনের সঙ্গে জড়িয়ে কত মানুষ, তাঁদের কত ঘাম রক্ত অক্লান্ত শ্রম, কত সৃজন , কত পেশা। প্রতি বছর বিসর্জন আসলে এক অপেক্ষার জন্ম দেয়, নতুন সম্ভবনার, নতুন অর্থনীতির।