একেবারে মহাসমারোহে শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো (Durga Pujo 2023)। অষ্টমীর দিনটা পরিবারের সঙ্গেই বেশিরভাগ কাটাতে হয়। তাই সপ্তমী হোল নাইট প্ল্যান অনেকেরই। এবার কার্যত প্রতিপদ থেকেই রাস্তায় মানুষের ঢল নেমেছে।
Gaurav-Riddhima: একরত্তি ধীর মায়ের কোলে, সপরিবারে মহা সপ্তমীর শুভেচ্ছা জানালেন গৌরব-ঋদ্ধিমা
রাতে ভিড় হবে বলে অনেকেই প্যান্ডেল হপিং সেরে রেখেছেন। তবে সকালেও খুব একটা রেহাই মেলেনি। দক্ষিণের একডালিয়া, দেশপ্রিয়, ত্রিধারা, চেতলা, হিন্দুস্থান পার্ক, সুরুচি সঙ্ঘ, এদিকে আহিরীটোলা, টালা , সন্তোষ মিত্র স্কোয়ার, হাতিবাগান দিনভর জনস্রোতের ছবি দেখা গিয়েছে। মেট্রোতেও পা রাখার জায়গা নেই। পুজোর কদিনে ভিড়ে রেকর্ড হয়েছে কলকাতা মেট্রোতে।