দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে সারা দেশের একাধিক জায়গায় একই সঙ্গে পালিত হচ্ছে নবরাত্রি। , নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির যে পুজো হয়, তাই নবরাত্রি। দেবী দুর্গাকে নারী শক্তির প্রতীক রূপে পূজিত করা হয়। দুর্গাষ্টমীতে কুমারী পুজোর চল রয়েছে। নবরাত্রিতে নিজের মেয়ের পুজো করলেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা।
Durga Puja 2023 Mumbai : অষ্টমীতে মুখার্জি বাড়ির পুজোয় কাজল, তনুজা,তানিশা, কেমন সাজলেন অজয় ঘরণী ?
একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পা লিখেছেন, মহাষ্টমী উপলক্ষে আমরা আমাদের নিজস্ব দেবী, সমীষার পুজো করলাম। পরম দেবী মহাগৌরী এবং তার নয়টি ঐশ্বরিক রূপের প্রতি শ্রদ্ধা জানালাম। ভিডিয়োতে দেখা যায় , সমীষার দুই পা জল দিয়ে ধুইয়ে দিচ্ছেন শিল্পা এবং রাজ। মালা পরিয়ে , ফুল দিয়ে খুদেকে বরণ করে নেন শিল্পা।