সমসময়িক জ্বলন্ত সমস্যাগুলিকে চিহ্নিত করে তারপর প্যান্ডেল এবং প্রতিমার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে শিলিগুড়ির একাধিক দুর্গাপুজো কমিটি । দুর্গা প্রতিমা এবং দুর্দান্ত আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ইস্যু।
শিলিগুড়ির রবীন্দ্র সংঘ তেমনই একটি পুজো। এবার ৭১ তম বছরে পড়ল পুজোটি। শিলিগুড়ির বড় বাজেটের দুর্গা পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এবারে রবীন্দ্র সংঘের পুজোর থিম-'পর্দার আড়ালে, যাঁরা সর্বক্ষণ কাজ করে চলেছেন’ তাঁদের কথা তুলে ধরা।
প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবন ও লড়াইকে আয়োজকরা ফুটিয়ে তুলতে চেয়েছেন এই থিমের মাধ্যমে।দর্শনার্থীরা প্যান্ডেলে একটি পার্লার, কয়েকটি বন্ধ দোকান, হোটেল, পুরনো বৈদ্যুতিক খুঁটি, কুমোর এলাকার দৃশ্য দেখতে পাবেন। এই আনন্দ উৎসবের দিনেও যাঁরা অন্যকে আনন্দ দেওয়ার জন্য, অপরের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের ঘরবাড়ি আত্মীয়-পরিজনদের থেকে দূরে গিয়ে নিরন্তর খেটে চলেছেন, শিলিগুড়ির রবীন্দ্র সংঘের ৭১-তম বছরের পুজোর আলো এবার তাঁদের দিকেই।