উৎসব শেষ। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে নিরঞ্জনের প্রস্তুতি। সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা। কলকাতা থেকে কোচবিহার, পুরুলিয়া থেকে সুন্দরবন, দিল্লি থেকে দমদম- মহাসমারোহের সিঁদুর খেলা চলছে মণ্ডপে মণ্ডপে।
চারদিনের মহোৎসবের শেষে এবার মা-কে বিদায় জানানোর পালা। মন ভার প্রত্যেকের। আবারও একটি বছরের অপেক্ষা। বিদায়ের আগে একটু উদযাপনে শামিল হওয়া, প্রতি বছরের মতোই সিঁদুর খেলায় মেতে ওঠেছেন মহিলারা। বাড়ির পুজো থেকে পাড়ায়, লাল পেড়ে সাদা শাড়ির ঢল নেমেছে দশমীর সকাল থেকেই।
কোনও কোনও পুজোয় সিঁদুর খেলা অত্যন্ত বিখ্যাত। যেমন কলকাতার বাগবাজার সর্বজনীন। এখানকার সিঁদুর খেলা দেখতে এবং ছবি তুলতে দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও আসেন ফটোগ্রাফাররা। তবে কেবল কলকাতা নয়, জেলার বিভিন্ন পুজোতেও সিঁদুর খেলা নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে।