'আমার স্মরণ শুভ-সিন্দুরে, একটি বিন্দু এঁকো-- তোমার ললাটচন্দনে।'
এত আনন্দ আয়োজন, আলো, উল্লাস সব শেষ। আজ বাঙালির মন ভারাক্রান্ত। আবার যে একটা বছরের অপেক্ষা। দশমীতেই বিসর্জন উমার। তার আগে দেবীকে বরণ করে নেন সিমন্তিনীরা। চলে সিঁদুর খেলা। একে অপরের গালে শাঁখায় সিঁদুর ছুঁইয়ে হাতে আলতা তুলে দেওয়া হয়। তবে কেন এই রীতি? একি নিছকই আনন্দ মজা নাকি আচার?
ইতিহাস বলছে আজ থেকে ঠিক ২০০ বছর আগেই বর্ধিষ্ণু জমিদার পরিবারগুলিতে দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে স্বামীর মঙ্গল কামনায় সীমন্তিনীরা একে অপরকে সিঁদুর ছুঁইয়ে এই রীতি পালন করতেন। তবে হিন্দু পুরাণ বলছে, সিঁদুর ব্রহ্মের প্রতীক। সধবারা স্বামীদের দীর্ঘায়ু কামনাতেই সিঁথি রাঙান। বিজয়া বলা হয় এই দিনকে, কারণ এই দিন দেবী দুর্গা অসুর বধ করে জয়ী হয়েছিলেন। তাই এই দিনকে বলা হয় বলা হয় বিজয়া দশমী।