তিলোত্তমার বিখ্যাত পুজো-গুলির মধ্যে অন্যতম টালা প্ৰত্যয়ের পুজো। প্রতিবারই দর্শকদের জন্য কিছু না কিছু চমক থাকে এই পুজোয়। এই পুজোর এবারের থিমের নাম ‘কহন’, বা ন্যারেশন। শিল্পী সুশান্ত পাল নিজেই এবার থিম এই পুজোর। তাঁর ২৫ তম বছরের শিল্পী জীবন এবং ৫০তম মণ্ডপ সজ্জায় ফুটে উঠবে তাঁরই ‘দুর্গা যাপন’ এবং শিল্প যাপনের হাল হকিকত।
গত ২৫ বছর ধরে কলকাতার দুর্গা পুজোর থিম তৈরি করে চলেছেন শিল্পী সুশান্ত পাল। এবারের টালা প্রত্যয় তাঁর ৫০তম থিম উপস্থাপনা। গোটা মণ্ডপের উচ্চতা ১৩৪ ফুট।
Sastri Movie: বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যার দ্বন্দ্ব, এক দশক পর শাস্ত্রীতে জুটি বাঁধছেন মিঠুন এবং দেবশ্রী
শরৎ আসার পর ধীরে ধীরে শিশির বিন্দু জমতে থাকে ঘাসের ডগায়, বাঁশ পড়ে জায়গায় জায়গায় , রাস্তায় ধীরে ধীরে ভিড় জমতে থাকে। পুজোর আমেজের এই গোটা সময়কাল একটু একটু করে দেখানো হয়েছে গোটা মণ্ডপ জুড়েই। এল আঁধারিতে সেজে উঠেছে চারিদিক।