ফিকে হয়ে আসছে আলোর রোশনাই। আজ বিজয়া দশমী। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। উৎসবের অন্তিম লগ্নে শিলিগুড়িতে (Siliguri) সিঁদুর খেলায় মেতে উঠলেন রূপান্তরকামীরা।
দুপুর থেকেই শিলিগুড়ির একটি মণ্ডপে হাজির হন রূপান্তরকামীরা। রীতি অনুযায়ী, দেবীর মুখে পান ছুঁইয়ে, মিষ্টি দিয়ে বরণ করা হয়। প্রতিমা বরণের পর সবার সঙ্গে সিঁদুর খেলা, নাচে, গানের ছন্দে উৎসবের আবহ উপভোগ করেন তাঁরা।
আরও পড়ুন - দিল্লি থেকে দমদম, দশমীর দুপুরভর পাড়ায় মণ্ডপে সিঁদুর খেলার ঢল
বিজয়া-দশমীর আবহে সকাল থেকেই চলছিল প্রস্তুতি। বিকেল থেকে প্রত্যেক মণ্ডপে ভিড় হয়। শেষবেলায় ঘরের মেয়ে উমাকে সিঁদুর পরিয়ে ও বরণ করে বিদায় দেওয়ার রেওয়াজ আছে গোটা বাংলায়।