আজ দুর্গা পুজোর ডে টু। সপ্তমীর বিকেলে রাস্তায় থিক থিক করছে ভিড়। বাংলায় কয়েক হাজার পুজো কার্যত একে অপরকে থিমে টেক্কা দিচ্ছে। প্রতিবছরই রামচন্দ্রপুরের এলাচি মিলন সংঘ দুর্গা পুজোয় দর্শনার্থীদের জন্য কিছু না কিছু চমক থাকেই।
Rani Mukherjee: মুখোপাধ্যায় বাড়ি আলো করলেন রানী, সপ্তমীর বিকেলে শাঁখা পলায় সাজলেন নায়িকা
এবারে মিলন সংঘের দুর্গা পুজোর থিম“মহারাজা, তোমারে সেলাম”, সত্যজিৎ রায়ের অমোঘ সৃষ্টিই প্রাণ পেয়েছে এই মণ্ডপে। সত্যজিৎ রায়ের সমস্ত কাজকে কার্নিশ জানিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে। অশনি সংকেত, মহানায়ক, ফেলুদা একাধিক ছবির পোস্টারে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।