অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুরে। অভিযোগ, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে ধরে গো ব্যক স্লোগান তোলেন কয়েকজন যুবক। শুরু হয় বচসা। পরবর্তীতে যা হাতাহাতির চেহারা নেয় বলেও অভিযোগ।
অধীরকে ঘিরে বিক্ষোভ
জানা গিয়েছে, শনিবার সকালে নির্বাচনী প্রচারে বের হন অধীর চৌধুরী। সেসময় তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। এরপর বিক্ষোভকারীদের ধাওয়া করেন কংগ্রেস কর্মীরা। শুধু হয় দুপক্ষের বচসা, হাতাহাতি। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেস অশান্তি ছড়াতেই এই কাণ্ড করেছে। ভোটে জিততে পারবে না বলেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা। ধৃত দুজনেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে।