Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Updated : Jul 21, 2024 15:53
|
Editorji News Desk

কুশের মঞ্চ থেকে তৃতীয় মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, এই সরকার বেশিদিন টিকবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এজেন্সি লেলিয়ে কমিশনকে ব্যবহার করে এই সরকার গঠিত হয়েছে । যে কোনও দিন এই সরকার পড়ে যাবে ।

একুশের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব । তাঁকে প্রথমে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশে আপনি যা খেলা দেখালেন, তাতেই বিজেপির পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু ওদের তো লজ্জা নেই ।' উল্লেখ্য, এবার উত্তরপ্রদেশে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে সমাজবাদী পার্টি । সেখানে অপ্রত্যাশিতভাবে ফল খারাপ করেছে বিজেপি । 

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করলেন । মুখ্যমন্ত্রী বলেন, ' অখিলেশ যাদবের সঙ্গে আমি সহমত । এজেন্সি লাগিয়ে, নির্বাচন কমিশনকে লাগিয়ে ভয় দেখিয়ে দিল্লিতে যে সরকার গঠন করা হয়েছে, তা একেবারেই স্থায়ী নয় । যে কোনও দিন সরকার পড়ে যাবে ।' 

দলের নেতা-কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’’

তাঁর কড়া বার্তা, 'কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ যেন না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।

Mamata Banerjee

Recommended For You

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত