কুশের মঞ্চ থেকে তৃতীয় মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, এই সরকার বেশিদিন টিকবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এজেন্সি লেলিয়ে কমিশনকে ব্যবহার করে এই সরকার গঠিত হয়েছে । যে কোনও দিন এই সরকার পড়ে যাবে ।
একুশের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব । তাঁকে প্রথমে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশে আপনি যা খেলা দেখালেন, তাতেই বিজেপির পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু ওদের তো লজ্জা নেই ।' উল্লেখ্য, এবার উত্তরপ্রদেশে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে সমাজবাদী পার্টি । সেখানে অপ্রত্যাশিতভাবে ফল খারাপ করেছে বিজেপি ।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করলেন । মুখ্যমন্ত্রী বলেন, ' অখিলেশ যাদবের সঙ্গে আমি সহমত । এজেন্সি লাগিয়ে, নির্বাচন কমিশনকে লাগিয়ে ভয় দেখিয়ে দিল্লিতে যে সরকার গঠন করা হয়েছে, তা একেবারেই স্থায়ী নয় । যে কোনও দিন সরকার পড়ে যাবে ।'
দলের নেতা-কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’’
তাঁর কড়া বার্তা, 'কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ যেন না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।