ফের তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ । যার সাক্ষ্মী থাকল উত্তর কলকাতা । মঙ্গলবারের দুপুর । শোভাবাজারের ঢুলিপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কাউন্সিরল ও যুব নেতা । সেইসময় হঠাৎ যুব নেতার গালে চড় কষিয়ে দেন তৃণমূল কাউন্সিলর । মুহূর্তের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় । ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি । তবে, ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।
১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার । আর ওই ওয়ার্ডেরই প্রাক্তন যুব সংগঠনের সভাপতি কেদার সরকার । প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন প্রকাশ্যে রাস্তাতেই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । কেদারের গালে থাপ্পড় মারার অভিযোগও উঠেছে সুনন্দার বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর । তাঁর অভিযোগ, ওই এলাকায় পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারধর করেছিলেন কেদার ও তাঁর অনুগামীরা। তাই ঘটনার কথা জানতে পেরেই সুনন্দা সেখানে যান ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কথা বলতে বলতে কেদারের দিকে ছুটে যাচ্ছেন সুনন্দা । তারপরই চড় কষিয়ে দেন কেদারের গালে । তবে, ভিডিও-র পরিপ্রেক্ষিতে কাউন্সিলরের দাবি, কেদার একজন সমাজবিরোধী । কেদারের হাতে লাঠি ও ইট ছিল। সেগুলো কেড়ে নিতে যান তিনি । সেই কেড়ে নেওয়ার দৃশ্যকেই থাপ্পড় মারা হিসাবে তুলে ধরা হয়েছে । যদিও কেদারের অভিযোগ, কাউন্সিলর এলাকায় বিভিন্ন বেআইনি কাজে সরাসরি মদত দিচ্ছেন । তার প্রতিবাদ করাতেই তাঁর উপর হামলা করা হয়েছে ।