লোকসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কায় 'সবজান্তা' মনোভাব ছাড়তে উদ্যোগী হচ্ছে সিপিএম৷ কেন এমন ফল হল, তা জানতে যথাসম্ভব বৃত্ত বড় করতে চাইছেন নেতৃত্ব।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তিন ধাপে তাঁরা নির্বাচনী ফলাফল পর্যালোচনা করবেন। প্রথমে দলীয় সদস্যদের পর্যালোচনা। তার পর শোনা হবে কর্মী-সমর্থকদের মতামত। তৃতীয় ধাপে যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, হয়তো সিপিএম, বামফ্রন্ট বা বাম কংগ্রেসের জোটকে ভোটও দেননি, কিন্তু নানা ভাবে সিপিএমের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সাহায্য করেছেন, তাঁদেরও মতামত শোনা হবে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেলিম বলেছেন, "আমরাই সব জানি, অন্যেরা জানেন না, এমনটা যেন না হয়।’’ রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, বৃত্ত বড় করার পাশাপাশি সবজান্তা মনোভাব ছাড়তে চাইছে সিপিএম।
লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি পলিটব্যুরোর বৈঠক হয়ে গিয়েছে। ১৯-২০ জুন রাজ্য কমিটির বৈঠক রয়েছে। ২৮-৩০ জুন সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে।
প্রাথমিক পর্যালোচনায় সিপিএমের রাজ্য কমিটি দেখেছে, যে ২৩টি আসনে তাঁরা লড়েছিলেন, তার ২০টিতে ২০২১ সালের তুলনায় সামান্য হলেও ভোট বেড়েছে। তবে তার পরিমাণ সামান্য। কেন শূন্যের গেরো কাটানো গেল না, তা নিয়ে খোলামনে পর্যালোচনা চায় আলিমুদ্দিন।