কেতুগ্রামে খুনের ঘটনায় আটক দুই তৃণমূল কংগ্রেস কর্মী। ওই ঘটনার একটি প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে জেলা প্রশাসন। রবিবার রাতে মিন্টু শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে কেতুগ্রামে। সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More- শক্তিপুরের তিন বুথে নেই তৃণমূলের এজেন্ট, বড়ঞায় ছাপ্পার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
রবিবার রাতে ৮টা ৪৫ মিনিট নাগাদ চেঁচুড়ি গ্রামে মোটরবাইকে করে আসছিলেন মিন্টু শেখ। সেসময় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। তারপর মৃত্যু নিশ্চিত করতে বোমা মারারও অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিন্টুর।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রথমে অভিযোগ করে খুনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে CPIM। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন CPIM এর প্রাক্তন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। তাঁর দাবি, CPIM এই ধরনের খুনের ঘটনার সঙ্গে জড়িত নয়। পুরো অভিযোগ মিথ্যা। এমনকি CPIM-এর যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।