শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যের মোট ৯টি কেন্দ্রের ভোটাররা নিজেদের মত দান করবেন EVM। ১ জুন যে রাজ্যের যে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেগুলি হল দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন এই কেন্দ্রগুলিতে। আর সেকারণে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন।
মোট ৭ দফায় ভোটগ্রহণ হচ্ছে রাজ্যে। তারমধ্যে ৬ দফার ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের দাবি বড় কোনও ঘটনা ঘটেনি। কোনও কেন্দ্রের পুনর্নির্বাচনেরও ঘোষণা করেনি কমিশন। সপ্তম দফাতেও যাতে বিক্ষিপ্ত ঘটনা না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন।
সপ্তম দফার নির্বাচনে মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে মোট ৯টি কেন্দ্রে। এবং পুলিশ জেলার নিরিখে কলকাতায় থাকছে ২৪৬ কোম্পানি বাহিনী। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী বারাসতে ৮১ কোম্পানি, ব্যারাকপুরে ৮১ কোম্পানি, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগরে ৫৯ কোম্পানি, ডায়মন্ডহারবারে ১১০ কোম্পানি এবং সুন্দরবনে ১১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার থেকেই লোকসভা কেন্দ্রগুলির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টহলদারি। কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
সপ্তম দফাতে কুইক রেসপন্স টিমের সংখ্যাও বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। শনিবার, সপ্তম দফার নির্বাচনে ১৯৫৮টি কুইক রেসপন্স টিম রাখা হবে। যার মধ্যে কলকাতাতেই থাকবে প্রায় ৬০০ কিউ আর টি। নির্বাচন কমিশনের দাবি, কোনও অভিযোগ পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে QRT।
নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। বিরোধীদের দাবি এর ফলে ভোটে অশান্তি পাকাতে পারবে না রাজ্যের শাসক দল। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে মিলছে স্বস্তি।
শনিবারের নির্বাচনে কলকাতার উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। লালবাজারের তরফে জানা গিয়েছে, উত্তর কলকাতায় রয়েছে ১ হাজার ৮৬৯ টি বুথ। তারজন্য নিয়োগ করা হয়েছে ৬৬.৫ কোম্পানি বাহিনী। এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রে রয়েছে ২ হাজার ৭৮ টি বুথ। যার জন্য রয়েছে ৮২.৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ভোট গ্রহণের দুদিন আগে থেকেই বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। মোট ৪৫টি নাকা চেকিং পয়েন্টে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে।
শুধু কলকাতা নয়, ভাঙড় ডিভিশনের জন্য বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। ভাঙড় কলকাতা পুলিশের আওতাভুক্ত থাকায় সেখানে কলকাতা পুলিশও অতিরিক্ত নজর রাখবে। কমিশন সূত্রে খবর, সপ্তম দফার নির্বাচনের জন্য ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকছে। এছাড়াও সেখানে ৩৬ কোম্পানি কিউ আর টি এবং ১০টি নাইট পেট্রল ভ্যান রাখা হবে।