লোকসভা ভোটের আগে ‘ইলেক্ট্ৰরাল বন্ড’ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি। হিসেব সামনে আসতেই দেখা গিয়েছিল এই বন্ডের মাধ্যমে তাবড় তাবড় রাজনৈতিক দল গুলি কয়েক কোটি টাকার চাঁদা নিয়েছে। বড় অঙ্কের টাকা ঘরে তুলেছিল তৃণমূল, বিজেপির মতো দল গুলিও। তবে এই ক্ষেত্রে একেবারে ‘ক্লিনচিট’ ছিল লোকসভায় ‘শূন্য’ সিপিএমের। ইলেক্ট্ৰরাল বন্ড-এর পাল্টা বামেরা প্রচারে একটি শব্দ বারংবার ব্যবহার করেছিল তা হল ‘ইমোশনাল বন্ড’ ।
এবার এই শব্দবন্ধকেই ব্যবহার করেই যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখছিলেন সৃজন। হঠাতই তাঁর মন্তব্য থামিয়ে এক যুবক উঠে আসেন মঞ্চে। সৃজন তো খানিকক্ষণের জন্য হতবাক। তারপর সম্পূর্ণ জনসভাকে হতবাক করে সৃজনকে জড়িয়ে ধরলেন ওই যুবক। মাইকে অস্ফুটে শোনা গেল, ‘খুব ভালবাসি দাদা’ সকলে থমকে থাকলেন মিনিট খানিক। এমন উষ্ণ অভ্যর্থনায় সৃজনের গলাও খানিক ভারী হয়ে এল। যুবকের টিশার্টের পিছনে এক জনপ্রিয় কোম্পানির লোগো। হয়ত কোনও সংস্থার ডেলিভারি কর্মী তিনি। শেষে তাঁকে সামলে সৃজন বললেন, ‘আমি একটু বলে নিই’ । এই ভিডিওকেই ইমোশনাল বন্ড বলে ছড়িয়ে দিচ্ছেন বাম কর্মী সমর্থকেরা।
Sujata Mondal: 'দেখুক পাড়া-পড়শিতে, কেমন...', মাছ ধরে বঁড়শিতে বিজেপিকে বিঁধতে হুঁশিয়ারি সুজাতার
উল্লেখ্য, সপ্তম দফায় ভোট যাদবপুরে। হাতে সময় থাকলেও, নিজের কেন্দ্রে মাটি কামড়ে পড়ে রয়েছেন সৃজন। ‘রুটি, রুজি, চাকরির’ দাবিতে যাদবপুরের অলিতে গলিতে প্রচার করছেন সৃজন। এমনই নানা মুহূর্তের সাক্ষীও থাকছেন প্রার্থী।