বীরভূমের বেহিরা গ্রামের পর একই ছবি ধরা পড়ল বনগাঁয়। ভোট দিতে গিয়ে এক বৃদ্ধ জানতে পারেন ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। নাম তারাপদ কর্মকার। তিনি ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের ১৫২ নম্বর বুথের ভোটার।
কী ঘটেছে?
জানা গিয়েছে সোমবার সকালে ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের ১৫২ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তারাপদ কর্মকার। এপিক কার্ড দেখার পর তাঁর আঙুলে কালি লাগিয়ে দেন ভোট কর্মীরা। তারপর ভোটকক্ষে ঢোকার আগে তারাপদবাবুকে জানানো হয় ভোটার তালিকা থেকে তাঁর নাম কেটে দেওয়া হয়েছে। এরপর ভোট না দিয়েই তিনি ভোটকেন্দ্র থেকে ফিরে আসেন।
Read More- ১৩ বছর আগে আজকের দিনেই শপথ, সোশাল মিডিয়া পোস্টে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
চতুর্থ দফাতেও একই ঘটনা ঘটেছিল বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়া থানার বেহিরা গ্রামে। সেখানে ৮১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন দুর্গা কর্মকার। কিন্তু ভোটার তালিকায় তাঁকে মৃত বলে উল্লেখ ছিল। ফলে ভোট না দিয়েই ফিরতে হয় তাঁকে।