লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। লাগিয়ে দেওয়া হয় BJP-র পতাকা। যদিও এই ঘটনার কিছু পরেই সেখানে পৌঁছে দলীয় কার্যালয় পুনরুদ্ধার করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়ায়।
কী বলছে BJP?
এবিষয়ে বিজেপির তমলুক সহ-সভাপতি প্রলয় পাল জানান, মুখ্যমন্ত্রী মেদিপুরের মাটিকে গদ্দারের মাটি বলে কটাক্ষ করেছেন। সেকারণেই বিরুলিয়ায় বিরুলিয়ায় তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলানো হয়েছে।
দেবাংশুর বক্তব্য
এদিকে তালা লাগানোর খবর পেয়েই নন্দীগ্রাম পৌঁছন দেবাংশু ভট্টাচার্য। নিজেই কার্যালয় থেকে BJP-র পতাকা খুলে ফেলেন। তারপর BJP-র বিরুদ্ধে সর্বোত্র লড়াইয়ের ডাক দেন তিনি।