মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্যের অভিযোগ। তা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। শুক্রবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শো-কজ করেছে নির্বাচন কমিশন। সোমবারের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি জানালেন, তিনি কোনও ভুল বললেননি।
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচন কমিশনের শো-কজ নিয়ে প্রশ্ন করা হয়। অভিজিৎ বলেন, "কমিশনের নোটিসের জবাব দেব।" মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে 'কুরুচিকর' মন্তব্যের অভিযোগ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও খারাপ কথা বলিনি।"