সপ্তম দফার ভোটগ্রহণের আগেই রাজ্যে ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের প্রথম ৬ দফায় ভোট হয়েছে ৩৩টি আসনে৷ শেষ তথা সপ্তম দফায় ভোট হবে কলকাতার দুটি আসন, দমদম, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসত, বসিরহাট আসনে৷
ডায়মন্ড হারবারে অভিষেক দাবি করেন, তৃণমূল গত ছ’পর্বেই রাজ্যে ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে।তিনি বলেন, "এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।"
অভিষেকের দাবি, পরিস্থিতি সুবিধার নয় দেখে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করছেন। তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রে সরকার গঠন করবে।"
ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দাবি করেন, এক জন আয়কর কর্তা তাঁকে জানিয়েছেন, ৩১ মে এবং ১ জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে। অভিষেকের কটাক্ষ, "বিজেপির অবস্থা হল অফ দি এজেন্সি, বাই দি এজেন্সি অ্যান্ড ফর দি এজেন্সি। কিন্তু আমরা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।"