মনোনয়ন জমা দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাজরা থেকে আলিপুর ট্রেজারি বিল্ডিং পর্যন্ত বর্ণাঢ্য় মিছিল করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ট্রেজারি বিল্ডিংয়ের বাইরে শঙ্খ ও উলুধ্বনি দেন সমর্থকরা। এরপরই মনোনয়ন জমা দেন অভিষেক। অভিষেক বলেন, "বাংলারকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবে বাংলার মানুষই।"
শুক্রবার মনোনয়ন জমা দেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে দেখা যায় বিজেপি প্রার্থীকে। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার পর রেসকোর্সে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে আসানসোলের উদ্দেশে রওনা দেন তিনি। শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শো আছে তাঁর। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তাঁর হয়ে শুক্রবারই প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা ও যাদবপুরের তৃণমূল প্রার্থী মালা রায় ও সায়নী ঘোষ মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেন সিপিএমের শাহরা শাহ হালিম ও যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য।