"রাম এসেছেন, ন্যায় বিচার এসেছে"। দিল্লিতে INDIA জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এই ভাষাতেই বিজেপিকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে চলতি বছরের ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রতিটি নির্বাচনী প্রচারেও রামের প্রসঙ্গ টানেন তিনি। রাজনৈতিক মহলের অনেকেই জানিয়েছিলেন, রামের নামেই ভোট বৈতরণী পার হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। যদিও লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি পদ্ম শিবির।
Read More- NDA-কেই সমর্থন, জানিয়ে দিল TDP এবং JDU
কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
তিনি বলেন, "যে রাম মন্দিরকে আপনি অ্য়াজেন্ডা বানিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর প্রতিটি মানুষের কাছে গিয়েছিলেন। বলেছিলেন রাম মন্দির আমি বানিয়েছি এবং বিজেপি রামের প্রতিষ্ঠা করেছে। আচ্ছা ভগবানের প্রতিষ্ঠা কীকরে একজন মানুষ করতে পারেন? কেউ কি করতে পারে? আমার মধ্যে কি ক্ষমতা আছে যে আমি ভগবানের প্রতিষ্ঠা করব? এটাই দেখা গিয়েছে, যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানেই BJP- হেরে গিয়েছে। আমি শুধু বলব, প্রভু রাম এসেছে সেকারণে বিচার এসেছে।"