১লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট, তার আগেই তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তাল উত্তর ২৪ পরগনার হাড়োয়া বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মজমপুর এলাকা। রাতের অন্ধকারে আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ISF কর্মীদের মারধর করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
Loksabha Election 2024: বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাইকে আগুন, অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে
আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডি অফিসে সর্বদলীয় একটি বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে আইএসএফের সঙ্গে তৃণমূলের অশান্তি শুরু হয়। এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুপক্ষ। অভিযোগ, তার কয়েক ঘণ্টা পর বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই মাজমপুর এলাকায় আইএসএফের কর্মীদের বাড়িতে চড়াও হয়। ঘটনায় আহত প্রায় ৫ জন আইএসএফ কর্মী, বেশ কিছুজন কর্মীর বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বলেও জানা গিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।