রাজনৈতিক প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। এবার একটি ভিডিও প্রকাশ হতেই অধীর চৌধুরীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
কী রয়েছে ওই ভিডিও-তে?
সংবাদসংস্থা ANI তে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে বিবাদে জড়িত পড়েন অধীর রঞ্জন চৌধুরী। এরপর ওই যুবকের উপর হাত তুলতে দেখা গেছে অধীরকে।
এরপর সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানিয়েছে, কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেছেন। অভিযুক্ত প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানিয়েছেন তিনি।