অসুস্থ মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গত ১৩ মে বহরমপুরে ভোট হয়ে গিয়েছে। অধীর এখন বাকি দফাগুলিতে কংগ্রেস ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। বৃহস্পতিবার ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে যান অধীর চৌধুরী। কল্যাণী ও কাঁচরাপাড়া এলাকায় প্রচার করেন অধীর। এরপরই মুকুল রায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন অধীর।
কাঁচরাপাড়ায় যুগল ভবনের বাড়িতে থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ বঙ্গ রাজনীতির চানক্য। তাঁর সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। বর্ষীয়ান রাজনীতিকের সুস্থতা কামনা করেন তিনি।
অধীর লোকসভার পাঁচবারের সাংসদ। মুকুল রায় ছিল রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক মতপার্থক্য় থাকলেও বরাবরই সুসম্পর্ক বজায় ছিল। রাজনৈতিক জীবনের প্রথম দিকে মুকুল রায় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর জনপ্রিয়তা বাড়ে। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি।