প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে একপ্রকার কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হাই কম্য়ান্ডের নির্দেশ মানতে হবে অধীরকে। এর কয়েকঘণ্টা পর অধীর বুঝিয়ে দিলেন, হাইকম্যান্ড যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্য়ায় তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তিনি করবেন।
কী বললেন অধীর রঞ্জন চৌধুরী?
মল্লিকার্জুন খড়গের মন্তব্য প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেখানে তিনি বলেন, "আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে আমি তার খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গের পার্টিকে রক্ষা করার লড়াই। এই লড়াই থামাতে পারি না।"
Read More- মমতা সম্পর্কে কোনও কথা নয়, পঞ্চমদফার আগে ফের অধীরকে সতর্ক করলেন খাড়গে
কী বলেছিলেন মল্লিকার্জুন খড়গে?
ভোটের বাকি দফায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও বেফাঁস কথা বলা যাবে না। সোমবার রাজ্যে পঞ্চমদফার নির্বাচন। তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।