চলতি লোকসভা নির্বাচনে ভালো ফল করবে কংগ্রেস। পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও জিতবেন CPIM প্রার্থী মহম্মদ সেলিম। এমনই দাবি করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
কী বললেন অধীর চৌধুরী?
অধীর চৌধুরীর একান্ত সাক্ষাৎকার নেন এডিটরজি বাংলার এডিটর দেবযানী চৌবে। সেখানেই অধীর বলেন, "কংগ্রেস ভালো রেজাল্ট করবে। দেখা যাক। আমরা কয়েকটা আসনে খুব লড়ছি। তারমধ্যে রায়গঞ্জ, মালদা উত্তর-দক্ষিণ, মুর্শিদাবাদের তিনটি আসন রয়েছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে। ওদিকে মহম্মদ সেলিমও জিতবেন।"
এদিকে ভোটগ্রহণের দিন সকাল থেকেই একাধিক অভিযোগ করছেন মহম্মদ সেলিম। রানিনগরে গ্রেফতার ভুয়ো এজেন্ট। অভিযোগ, নির্দল প্রার্থীর ফর্ম জোগাড় করে CPIM এর হয়ে প্রার্থী হিসেবে বসেছিলেন তিনি। অন্যদিকে রানিনগরেই কংগ্রেসের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তোলে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব।