নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়তে হল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। অভিযোগ, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দমদমা এলাকার ঘটনা।
নির্বাচনী প্রচারে অধীর চৌধুরী
অন্য দিনের মতো শনিবার সকালেও নির্বাচনী কর্মসূচিতে বের হন অধীর চৌধুরী। বিভিন্ন এলাকায় প্রচার করে অবশেষে দমদমা এলাকায় পৌঁছন তিনি। এরপরেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের পোস্টার দেখা গিয়েছে। অধীরের অভিযোগ, রাজনৈতিকভাবে না পেরে উঠে তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পৌঁছয় ওই এলাকায়। তারপর তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।