নির্বাচনী প্রচারে বেরিয়ে 'চোর চোর' স্লোগান শুনতে হল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। দেবাংশু এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়া করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। দ্রুত ওই এলাকা ছাড়েন তৃণমূল নেতৃত্ব।
Read More- বিপ্লবের জনসভায় সুকান্তর প্রশংসা, কী বললেন দেব ?
নন্দীগ্রামের জেলেমারা এলাকায় বুধবার প্রচারে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। প্রার্থীর প্রচারে যাওয়ার খবর আগে থেকেই মাইকে ঘোষণা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ তারপরেই সেখানে BJP-র কর্মীরা হাজির হয়ে চোর স্লোগান তোলেন। তারপরেই উত্তেজনা ছড়ায়।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, রীতিমতো দেবাংশুকে ঘিরে ধরে কটূক্তি করছেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পৌঁছন নন্দীগ্রাম থানার পুলিশ। তাঁরাই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।