বিজেপি-কে পরপর আটবার ভোট! এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রাজনীতি মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর হুঁশিয়ারি, চাপের মুখে যদি কেউ সাংবিধানিক দায়িত্ব পালন না করেন, তাহলে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
রাহুলের এমন বার্তার নেপথ্যে এক্স হ্যান্ডেলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের শেয়ার করা একটি ভিডিও৷ তাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি নিজেই পর পর ৮ বার ভোট দিচ্ছেন বিজেপিকে৷
উত্তরপ্রদেশের 'এটা' জেলার ওই ঘটনার প্রেক্ষিতে অবশ্য পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া জানিয়েছেন, নয়াগাঁও থানায় এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর করা হয়েছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। ওই পোলিং স্টেশনে পুর্ননির্বাচনের সুপারিশ করা হয়েছে কমিশনের কাছে।
রাহুলের অভিযোগ, হার নিশ্চিত বুঝে বিজেপি গণতন্ত্র লুট করতে চাইছে৷ জনগণের রায় বদলে দিতে সরকারি মেশিনারির উপর চাপ তৈরি করা হচ্ছে।