বুথফেরত সমীক্ষা রিপোর্টে যা দেখানো হয়েছে তা ভুয়ো বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সংবাদমাধ্যম TV9-কে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
ওই সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে কোন আসনে কে জয়ী হবে, কে হেরে যাবে? প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে বলেও আশাবাদী তিনি।
Read More- ডায়মন্ড হারবার ও মথুরাপুরে ছাপ্পার অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি
এক্সিট পোলে যাই দেখানো হোক না কেন তৃণমূল কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা ভালো করে করারও পরামর্শ দেন তিনি। যদিও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মোট কটি আসন আসবে সেবিষয়ে নির্দিষ্ট কোনও সংখ্যা জানাননি তৃণমূল নেত্রী।
ওই সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, "আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক।"