মুর্শিদাবাদে CPIM এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলে। সেসময় দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
জানা গিয়েছে, CPIM প্রার্থী মহম্মদ সেলিম বাইক ব়্যালি করছিলেন। অভিযোগ, সেসময় স্থানীয় সারাংপুর এলাকায় তাঁর বাইক আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর কমিশনের অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক র্যালি করা যায় না। সেকারণে মিছিল আটকে দেওয়া হয়।
এই ঘটনার জেরে প্রচার অভিযান বন্ধ হয়ে যায়। রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয় ডোমকল থানার পুলিশ আধিকারিক ও সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের মধ্যে।