উপনির্বাচনের আগে ফের উত্তপ্ত বরাহনগর। বরাহনগর নপাড়ায় সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতের অন্ধকারে কেরোসিন ঢেলে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিপিএমের কর্মীরা। তড়িঘড়ি জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।
ঘটনায় পার্টি অফিসের বেশ কিছু জিনিস পুড়ে খাক হয়ে গিয়েছে। চেয়ার, টেবিল, দলীয় পতাকা, কাগজ পত্র সহ পুড়ে গিয়েছে লেনিনের ছবির একাংশও। সিপিএম কর্মীদের দাবি, তাঁরা আগুন না নেভালে বড় কোনও বিপদ হতে পারত, নিমেষে আগুন ছড়িয়ে পড়ত আশেপাশে বসত বাড়িতেও।
Loksabha Election 2024: 'তৃণমূল নেতাদের থেকে টাকা ফেরত চান', প্রচারে হাইকোর্টের রায়ই হাতিয়ার সৃজনের
সকালে খবর পেয়ে পার্টি অফিসে যান বরানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তন্ময়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।