ভোট শুরু হতেই অশান্তি মালদায়। BJP-র এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল মালদা দক্ষিণের ইংরেজবাজারে। BJP-র এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তুললেন সেখানকার গেরুয়া শিবিরের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি।
অশান্তির অভিযোগ ওঠে ইংরেজবাজার ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে। BJP-র অভিযোগ, ভয় দেখিয়ে BJP-র এজেন্ট সন্ধ্যা রাইকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে প্রার্থী গিয়ে এজেন্ট বসান। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।