নির্বাচনী প্রচারে রাজ্যে একইদিনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার তাঁদের সভা রয়েছে। তিন জেলায় তাঁরা নির্বাচনী প্রচার সারবেন।
জানা গিয়েছে, ওইদিন তিনটি সভা করবেন যোগী আদিত্যনাথ। এবং দুটি সভা করবেন অমিত শাহ। সভার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গিয়েছে বলে খবর।
কোথায় কোথায় সভা?
মঙ্গলবার বহরমপুরের শক্তিপুরে, বীরভূমের বেণীমাধব স্কুল মাঠে এবং আসানসোলের নিনঘহ মাঠে সভা করবেন যোগী। অন্যদিকে বর্ধমান পূর্বের কাটোয়া এবং নদীয়ার কৃষ্ণনগরে সভা করবেন অমিত শাহ। একইদিনে জোড়া সভার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কয়েকদিন আগেই মালদা দক্ষিণ কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করেছিলেন অমিত শাহ। এছাড়াও BJP প্রার্থী কার্তিক পালের সমর্থনে রায়গঞ্জেও নির্বাচনী জন সভা করেছিলেন তিনি। তবে রাজ্যে লোকসভা নির্বাচনী প্রচারে এই প্রথম আসছেন যোগী।