শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি অভিযান। কাঁথির ভূপতিনগরের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মমতাকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, "আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি চাকা পাওয়া যায়। শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হলে চার আনাও পাননি মমতাদিদি।"
বুধবার কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকে অমিত শাহ জানান, বিমান অবতরণের পরই এই ঘটনা নিয়ে তাঁর কাছে এসএমএস আসে। শুভেন্দুর ভাড়াবাড়িতে তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন অমিত শাহ।
পুলিশি তল্লাশি নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।